chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১০ বছরে দেশে বেড়েছে শিশু শ্রমিক

গত এক দশকে দেশে শিশু শ্রমিকের হার বাড়লেও ঝুঁকিপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ কমেছে বলে একটি জরিপে উঠে এসেছে।

জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ এর তথ্য বলছে, ২০১৩ সালে দেশের শিশু শ্রমিক ছিল ১৭ লাখের কিছু কম। ১০ বছরে তা প্রায় ৮০ হাজার বেড়ে এখন শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ১৭ লাখ ৮০ হাজার।

সামগ্রিক শিশু শ্রমিকের হার ২০১৩ সালের ৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ জরিপ চালিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, শিশু শ্রমিকের সংখ্যা বাড়লেও কমেছে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের অংশগ্রহণ। ২০১৩ সালে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল ১২ লাখ ৮০ হাজার শিশু, যা কমে হয়েছে ১০ লাখ ৬৮ হাজার ২১২ জনে।

এই হিসাবে ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের অংশগ্রহণ ৩.২ শতাংশ থেকে কমে হয়েছে ২.৭ শতাংশ। আর ঝুঁকিপূর্ণ কাজে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুদের অংশগ্রহণ বেশি।

ঝুঁকিপূর্ণ কাজে কমলেও একই সময়ে বেড়ে গেছে ঝুঁকিমুক্ত কাজে শিশুদের অংশ গ্রহণ।

২০১৩ সালে ঝুঁকিমুক্ত কাজে নিয়োজিত ছিল ৪ লাখ ১৮ হাজার ৬৯৯ জন শিশু। যা ২০২২ সালে প্রায় ৩ লাখ বেড়ে হয়েছে ৭ লাখ ৭ হাজার ৮৮৫ জনে।

দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় চার কোটি, যা ২০১৩ সালে ছিল ৩ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৩৮৪ জন।

এস/ওয়াই