chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মারা গেছেন অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন

জানা যায়, ২০২১ সালে স্ট্রোক করেছিলেন বার্কিন। এর পর থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন এ অভিনেত্রী।

 

ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয় এক শোক বিজ্ঞপ্তিতে বলেছে, দেশটি তার একজন আইকনকে হারাল।

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বার্কিনকে একজন ‘ফরাসি আইকন’ ও ‘পূর্ণাঙ্গ শিল্পী’ আখ্যা দেন। ম্যাক্রোঁ বলেন, ‘তিনি আমাদের এমন সুর ও ছবি দিয়েছেন, যা কখনো ভোলা যাবে না।’

 

জেন বার্কিন ১৯৪৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে ব্রিটিশ হলেও ফ্রান্সেই নিজের কর্মজীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এ অভিনেত্রী। বার্কিন ফরাসি ভাষায় গান গেয়ে খ্যাতি পান। ১৯৭০-এর দশকে তিনি ফ্রান্সে স্থানান্তরিত হন।

 

অভিনয়, গান, ফ্যাশনের উৎসাহ ছাড়াও রাজনৈতিকভাবেও সজাগ ছিলেন জেন বার্কিন। এইডস নিয়ে সচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। এলজিবিটিকিউ গোষ্ঠীর সম-অধিকারের লড়াইয়েও আওয়াজ তুলেছিলেন তিনি।

 

বার্কিন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ক্লাসিক ব্লো আপ (১৯৬৬), ডেথ অন দ্য নাইল (১৯৭৮) ও ইভিল আন্ডার দ্য সান (১৯৮২) ইত্যাদি।

 

এস/ওয়াই

এই বিভাগের আরও খবর