chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাকিবের জোড়া আঘাতে চাপে আফগানিস্তান

ঘরের মাঠে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। যেখানে বৃষ্টির পর আফগান শিবিরে জোড়া আঘাত হেনেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৫  ওভারে পাঁচ উইকেটে ১০৭ রান।

রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ওভারে। এতে দু’জন বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারবেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজ ড্র’য়ের লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। এ ম্যাচে ফজল হক ফারুকীর পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ।

আফগানিস্তানের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। মাঠে নেমেই তাসকিনের চতুর্থ বল মাঠ ছাড়া করেন গুরবাজ। তবে পরের বলেই তাসকিনের হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি।

এরপর উইকেটে আসেন ইব্রাহিম জাদরান। ম্যাচের তৃতীয় ওভারেই মুশফিকের তালুবন্দী করে হজরতউল্লাহ জাজাইকে প্যাভিলিয়নের পথ দেখান তাসকিন।

দলের হাল ধরতে ক্রিজে আসেন মোহাম্মদ নবী। পরে ইব্রাহিমকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন তিনি। অবশ্য বৃষ্টি বাঁধায় প্রায় সোয়া ঘন্টা খেলা বন্ধ ছিল। বৃষ্টি থামলে আবারো মাঠে গড়ায় খেলা।

বৃষ্টির পর ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি নবী। মুস্তাফিজের বলে ১৬ রানে লিটনের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারেই সাকিবের বলে বোল্ড হন ইব্রাহিমও (১৬)।

পরপর উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে আফগানরা। তবে আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাতের ব্যাটে লড়ছে সফরকারীরা। বর্তমানে ওমরজাই ২০ ও ৫ রানে ব্যাটিং করছেন করিম।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর