chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ কোরিয়ায় ভূমিধ্বস-বন্যায় নিহত ২২, বাড়িঘর ছেড়েছে হাজারও মানুষ

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে ২২ জন নিহত হয়েছে। এতে নিখোঁজ রয়েছে ১৪ জন। বন্যার কারণে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

তিনদিন ধরে দিশটিতে টানা বৃষ্টি হচ্ছে। এতে ব্যাপক পরিমাণ ভূমিধ্বসের ঘটনা ঘটছে। তলে গেছে নদ-নদী।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৭৬৩ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া শনিবার সকালে উত্হতর চাংচিওং প্রদেশে নদীর পানি উপচে পড়ছে।

প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সরকার বিভিন্ন সময় ৭ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে। কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

কোরিয়া রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বস হচ্ছে। ফলে ট্রেন পূর্ণ গতিতে চলাচল ব্যহত হচ্ছে। ধীরগতির কারণে ট্রেন শিডিউলে সমস্যা হচ্ছে।

শনিবার বন্যা মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডাক সুক। উদ্ধারকর্মীদের সঙ্গে তাদের যোগ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। ভূমিধ্বসের কারণে ১৩ শহরে বিদ্যুৎ পরিসে

এস/ওয়াই