chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভয়ানক রূপ নিয়ে হামলে পড়েছে ডেঙ্গু

চট্টগ্রামে আরও ভয়ানক রূপে  হামলে পরছে ডেঙ্গু। একদিনে নতুন করে আরও ৭৪ রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার (১২ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১০ রোগীসহ ৩৭ জন ভর্তি রয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১৪ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী জানান, শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৪১ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

চখ/জুইম

এই বিভাগের আরও খবর