chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী নদী তীরে অবৈধ স্থাপনা, গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন

চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরে ভরাট করে জায়গা দখলে অবৈধ স্থাপনা নির্মাণ করায় গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন।

কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় নদী ভরাট করে গড়ে তোলা আইএমএস গ্রুপের একটি প্রতিষ্ঠানের ২৫ শতক জায়গার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, নদী দখল করে কেউ যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য চট্টগ্রামের জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

রাতের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চখ/জুঈম

এই বিভাগের আরও খবর