chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৬০ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১ জন শিশুসহ মোট ১৬০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে তাদেরকে দেশে নিয়ে আসা হয়।

সোমবার (১৫ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই থেকে সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় ১ জন শিশুসহ মোট ১৬০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে। এছাড়া স্বাস্থবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে দুই জোড়া ডিসপোসেবল গ্লাভস ও মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল। প্রথমবারের মতো দুবাইয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা।