chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ

যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে বাণিজ্যিক জাহাজ এমভি এভার ভেনটেজ।

এক হাজার ৯শ ৫২ দশমিক ৪শ ৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি নিয়ে মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে জাহাজটি জেটিতে ভেড়ে।

দুপুর ২টা থেকে খালাস শুরু করা হয়। এসব যন্ত্রপাতি নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোয়। এতে সময় লাগতে পারে তিন থেকে চারদিন।
এসব তথ্য নিশ্চিত করেছেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী।

এর আগে রেলসেতুর মেশিনারিজ পণ্য নিয়ে ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ।

তারও আগে ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর