chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক টেবিলে বসেছেন পুতিন, জিনপিং, মোদি ও শেহবাজ

ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তানের চার রাষ্ট্র ও সরকারপ্রধান আজ মুখোমুখি হলো। তবে মুখোমুখি আলোচনা নয়, ভার্চুয়ালি মিলিত হয়েছেন ভ্লাদিমির পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদি ও শেহবাজ শরীফ।

ওয়াগনার বিদ্রোহের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন পুতিন। খবর এনডিটিভির।

তাদের ভার্চুয়ালি মিলিত হওয়ার উপলক্ষ সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশনের সম্মেলন।  ভারত এই সভার উদ্যোক্তা। তারা সম্মত হয়েছেন এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে।

সাড়ে ১২টা থেকে পৌনে তিনটা- এই সোয়া দুঘণ্টা উল্লেখিত রাষ্ট্রপ্রধানরা এসসিও’র চার্টার মেনে আলোচনা করবেন।

আলোচনার বিষয়বস্তুতে রয়েছে সাড়া বিশ্বে যেভাবে কট্টরপন্থার প্রসার ঘটছে তাকে রোধ করার উপায় নিয়ে আলোচনা। ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে এই বৈঠকে উদ্যোগ নেওয়া হবে।

তবে, বেল্ট অ্যান্ড রোড চুক্তিতে চীনের সঙ্গে মতবিরোধের জেরে এই আলোচনায় যে একটি বিশেষ চুক্তি সম্পাদিত হওয়ার কথা আছে তাতে ভারতের সই না করার সম্ভাবনাই বেশি।

এই বৈঠকে এজেন্ডা বহির্ভূত বিষয় হিসেবে ইউক্রেন যুদ্ধ অথবা পাকিস্তানের জঙ্গি মদতের কথা ওঠে কিনা তা লক্ষ্যণীয়।

উল্লেখযোগ্য, এই এসসিও বৈঠক সশরীরে হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপ্রধানরা ভারতের নেতৃত্ব মেনে নিয়ে ভার্চুয়ালি এই সামিটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

সাংহাই কোঅর্ডিনেশন অর্গানাইজেশন হল সেই প্লাটফর্ম যেখানে চার দেশের শীর্ষ কর্তারা এই প্রথম একসঙ্গে হচ্ছেন।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর