chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৪ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল ৩২২। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত।

এই সময়ে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, এ বছর এখনও দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩৬ জনের।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জনে। এরমধ্যে ঢাকায় ৯৮৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ২৫১ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৪ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ২৯০ জন।

দেশে ডেঙ্গু ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। মারা যান ২৮১ জন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর