chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরের উন্নয়নে চসিককে সহায়তা করবে চট্টগ্রাম ড্রাইডক

নগরের উন্নয়নে সিটি করপোরেশনকে সহায়তার কথা জানিয়েছেন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ।

আজ রোববার (১১জুন) নগরের টাইগারপাসে চসিক কার্যালয়ে চসিক মেয়র রেজাউল করিমের সঙ্গে দেখা করে তিনি এ সহায়তার কথা জানান।

এসময় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম নগরের নৌ পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন ও জনপ্রিয় করতে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা শিফটিং করে কার্যক্রম পরিচালনা করছে ড্রাই ডক কর্তৃপক্ষ। চসিককে নৌপরিবহন নির্মাণের পাশাপাশি সংরক্ষণ, প্রসার ও জলপথ ব্যবহারে নাগরিকদের সুবিধা বৃদ্ধিতে ড্রাই ডক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চট্টগ্রামের পথচারীদের সুবিধার্থে চসিকর নেওয়া ৩৬ টি ফুটওভার ব্রিজ নির্মাণে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারে চট্টগ্রাম ড্রাই ডক। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মোহাম্মদ আবদুল মান্নান, মো. শফিকুল ইসলাম, মো. শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ। চট্টগ্রাম ড্রাই ডকের পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হানিফ মাহমুদ, সাব ল্যাফটেন্যান্ট রুমেন মজুমদার।

আরকে/

এই বিভাগের আরও খবর