chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় একদিনে দুজনের মৃত্যু

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৮৩ শতাংশে। এসময়ে মৃত্যু হয়েছে দুইজনের।

গতদিন ৬৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো সাত দশমিক ৬৪ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট এক হাজার ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর