chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়া এক্সেস রোডে যান চলাচল শুরু

অবশেষে প্রস্তুত হয়েছে বহুল আলোচিত বাকলিয়া এক্সেস রোড। দফায় দফায় মেয়াদ ও ব্যয় বাড়িয়ে শেষ করা হয়েছে নতুন এই সড়কের নির্মাণকাজ। সড়কে শুরু হয়েছে যানবাহন চলাচল।

সৌন্দর্য বর্ধনসহ আর কিছু কাজ শেষে আগামী জুন মাসে সেটি যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। এরমধ্যে সড়কটিতে গাড়ি চলাচল শুরু হওয়ায় এলাকায় স্বস্থি বিরাজ করছে। চট্টগ্রাম নগরীর ঘনবসতিপূর্ণ বৃহত্তর বাকলিয়ায় কমে আসছে যানজট। খুব সহজে এই সড়ক হয়ে প্রতিদিন অনেকে গন্তব্যে ছুটছেন। বিতর্কিত একটি ১০ তলা ভবনের জন্য সড়কটির একশ’ মিটার অংশের কাজ প্রায় পাঁচ বছর ধরে আটকে ছিল। অবশেষে নতুন অ্যালাইনমেন্টে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নগরীর চন্দনপুরা থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত এক দশমিক ৬শ’ কিলোমিটার দীর্ঘ বাকলিয়া এক্সেস রোড নির্মাণে ব্যয় হয়েছে ২০৫ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার টাকা।