chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কোনো হাসপাতাল ভর্তি নেয়নি, মারা গেলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক : নগরীর পার্কভিউ, ম্যাক্স ও মেট্রোপলিটনসহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেছেন। কিন্তু করোনা সন্দেহে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। অবশেষে মা ও শিশু হাসপাতালে ভর্তি নিলেও অক্সিজেন পায়নি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নগর বিএনপি সহ-সভাপতি লায়ন কামাল উদ্দিন।

বৃহস্পতিবার ( ১১ জুন ) ভোর রাতে তিনি মারা যান।

লায়ন কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়াও নগর বিএনপির এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠন।

এক শোক বার্তায় মহনগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক লায়ন কামাল উদ্দিনের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)’র নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম লায়ন কামাল উদ্দিন চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত নিবেদিত প্রান ছিলেন।মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসি প্রদক্ষেপ ও অংশগ্রহণ ছিল প্রসংশনীয়।

এই বিভাগের আরও খবর