chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বলে লালা ব্যবহারে ৫ রান জরিমানা

লালা কিংবা স্লেষ্মার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হতে পারে করোনা ভাইরাস। তাই বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসে প্রতি ফিল্ডিং দলকে দুটি করে সতর্ক বার্তা দেয়া হবে। তারপরও যদি ভুল করে সেক্ষেত্রে শাস্তি স্বরূপ ব্যাটিং দলকে পাঁচ রান উপহার দেয়া হবে।

আইসিসি জানিয়েছে, কেউ ভুল করে বলে লালা লাগিয়ে ফেললে, তা পরিষ্কার করার দায়িত্ব আম্পায়ারকে নিতে হবে।

এদিকে বিদেশী আম্পায়ারের বদলে আইসিসি স্বীকৃত স্থানীয় আম্পায়ারদের দিয়ে ম্যাচ পরিচালনার পরিকল্পনা নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

ক্রিকেট বল চমকাতে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেয়ার সুপারিশ করেছিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। পরিবর্তে ঘাম ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছিল ১৬ সদস্যের ওই কমিটি। সেই সুপারিশকে প্রাধান্য দিয়েছে আইসিসি’র চিফ এগজিকিউটিভ কমিটি।