chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামীকাল

আগামীকাল ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ এপ্রিল) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে না। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।

চট্টগ্রাম ৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯০টি।

 

এই বিভাগের আরও খবর