chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গাড়িতে উঠলেই গা গোলায়? কোন রোগ থাকলে এমন হয়

কাছের গন্তব্য পায়ে হেঁটে কিংবা রিকশা পার হওয়া গেলেও লম্বা যাত্রায় তা সম্ভব হয় না। তখন গাড়িতেই চড়তে হয়। অনেকেই রয়েছেন যাদের গাড়িতে উঠলেই গা গোলায়। কেউ কেউ তো বমিও করে ফেলেন।

গাড়িতে উঠলেই কেন এমন সমস্যা হয়? এটি কি নিছক মানসিক বিষয় নাকি শরীরের কোনো গুরুতর সমস্যার কারণেই এমন হয়? বিশেষজ্ঞরা কী বলছেন এ বিষয়ে? চলুন জেনে নিই-

বিশেষজ্ঞদের মতে, ছোটদের এই সমস্যা বেশি দেখা যায়। তবে এর পেছনেও গুরুতর কারণ রয়েছে। গাড়ি চড়ার সময় চোখ। কান ও শরীর এক একভাবে চলমান জিনিসকে দেখে। ফলে মস্তিষ্কে যায় বিভ্রান্তিকর সংকেত।

এই সংকেতই শরীর খারাপের কারণ। এতে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, গা গোলায়। বমি বমি ভাব দেখা দেয়। এই সমস্যার পেছনে আরও কয়েকটি কারণও রয়েছে।

নারীদের মধ্যে এই গা গোলানো সমস্যা বেশি দেখা দেয়। তার একটি বড় কারণ স্ত্রী হরমোন ইস্ট্রোজেন। এই হরমোনের ভারসাম্য নষ্ট হলেই দেখা দেয় বমি বমি ভাব। সেসঙ্গে গা গোলাতে থাকে।

আবার যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের এই কারণেও বাসে উঠলে গোলাতে পারে। বিশেষজ্ঞদের মতে, দুশ্চিন্তা থেকেও এই সমস্যা দেখা দিতে পারে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর