chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাকাতের গুরুত্ব ও ফজিলত

আরবিতে জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। বস্তুত জাকাত দিলে ধনসম্পদ বাড়ে।

ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে নামাজের পরই জাকাতের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি জাকাত আদায়ের কথা বলা হয়েছে।

জাকাত, দাতার মনকে ধনসম্পদের প্রতি লোভ থেকে মুক্ত ও পবিত্র করে। ধনীদের ধনসম্পদে যে দরিদ্রদের অধিকার রয়েছে, এই সত্যকেও তা প্রতিষ্ঠিত করে।

পবিত্র কোরআনের সূরা জারিয়াতে বলা হয়েছে, ‘আর তাদের (সম্পদশালীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে।’ এভাবে জাকাতের মাধ্যমে সমর্থ ব্যক্তিদের সম্পদের কিছু অংশ ব্যয়ের ফলে তাদের অবশিষ্ট ধনসম্পদ পবিত্র হয়।

সূরা তওবায় বলা হয়েছে, ‘তুমি ওদের ধনসম্পদ থেকে সদকা আদায় করো। এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করে দেবে।’

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর