chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৯ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

সীতাকুণ্ডের বড়কুমিরাস্থ ইউনিটেক্সের তুলার গোডাউনের অগ্নিকান্ড পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ৯ ঘন্টা পরও নেভেনি আগুন; প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে।   

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।

তিনি বলেন, গত এক সপ্তাহ যাবত এসএল গ্রুপ গোডাউনটিতে ওয়েল্ডিং এর কাজ করছিল বলে জানা যায়। এবং ধারণা করা হচ্ছে- ওয়েল্ডিং এর আগুনের ফুলকি থেকেই অগ্নিপাতের সূচনা হয়েছে। তবে এখনো অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি ।

বর্তমানে ফায়ার সার্ভিস কুমিরা, সীতাকুণ্ড এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড শাহাদত হোসেন আজ দুপুর ১২ টায় ঘটনাস্থলে পরিদর্শনে যান।

ওসি সীতাকুণ্ড মডেল থানা এবং সিনিয়র স্টেশন অফিসার, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখনো সাইটে অবস্থান করে তদারকি করছেন।

ঘটনাস্থল পরিদর্শনে তিনি বলেন, বিগত ৯ ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও আগুন না নেভায় সশস্ত্র বাহিনীর সহায়তা নেয়া হতে পারে।

 

সাআ / চখ

এই বিভাগের আরও খবর