chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিলো ৩৮ কিলোমিটার। এ ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

একই দিনে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর