chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে হুড়োহুড়িতে ৫ পুণ্যার্থী আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধাম পরিক্রমায় ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পাঁচ পুণ্যার্থী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুণ্যার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর সাময়িক সময়ের জন্য পাহাড়ে ওঠানামার মূল পথটি বন্ধ করে দেওয়া হয়। তবে সকালে  চন্দ্রনাথ ধাম কর্তৃপক্ষ ইকোপার্কের মধ্যে দিয়ে বিকল্প পথে নামতে অনুমতি দেয়।

আহতরা পুণ্যার্থীরা হলেন, বীণা দাস (৫০), চম্পা হাওলাদার (৪৪), কমলা কর্মকার (৪০), লিপি কর্মকার (৩২) ও সুশেন দাস (৩০)।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, গুরুতর আহত পাঁচ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মেলা ঘিরে অস্থায়ী ক্যাম্প কাজ করে যাচ্ছে।

সূত্র জানায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই চন্দ্রনাথ ধাম। গত শুক্রবার সেখানে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনের শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। পুণ্যার্থীরা পাহাড়ের উঁচু সিঁড়ি বেয়ে ধাম পরিক্রমা করেন। অনেকে উঁচু সিঁড়ি পরিক্রমা করতে নিরাপত্তার জন্য লাঠি ব্যবহার করেন। প্রতিবছর এ মেলা তিনদিনের হলেও এবার তিথির কারণে চারদিন মেলা চলবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে  দেশ-বিদেশের প্রায় ১০ লাখ পুণ্যার্থীর সমাগম ঘটে শিব চতুর্দশী মেলায়।

চন্দ্রনাথ ধামের সায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ সাংবাদিকদের জানান, মেলায় হুড়োগুড়িতে কিছু মানুষ আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতরা ভালো আছেন। তাদের ছেড়ে দেওয়া হবে।

 

আরকে/ সাআ / চখ

এই বিভাগের আরও খবর