chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এশিয়ান অ্যাথলেটিকসে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৩ কাজাকিস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হচ্ছে।

সেখানে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ৬০ মিটার স্প্রিন্টের প্রতিযোগিতায় মাঠে নামেন ইমরান। ২য় হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

যদিও তার ব্যক্তিগত সেরা টাইমিং ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে এই টাইমিং করেন ইমরানুর।

সেমিফাইনালে অনেকটা পথ এগিয়ে থেকেও শেষ দিকে কাতারের প্রতিযোগীর কাছে ফটো ফিনিশিংয়ে হেরে দ্বিতীয় হন ইমরানুর। সেখানে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি, প্রথম হন কাতারের ফেমি সেউন ওগুনোডে।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর