chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জেদ্দা চেষ্টা রোহিঙ্গার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসাদ উল্লাহ (৩৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জেদ্দা চেষ্টা করছিলেন।

শুক্রবার(১০ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৬টার দিকে রোহিঙ্গাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ।

তিনি জানান, আসাদ উল্লাহ বাংলাদেশ বিমানের বিজি ১৬৫ ফ্লাইটের যাত্রী ছিলেন। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি সৌদি আরবের জেদ্দা যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে এলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমে বলেন, রোহিঙ্গা আসাদ উল্লাহকে আটকের খবর শুনেছি। মামলার নথি না দেখে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, রোহিঙ্গা আসাদ উল্লাহ উখিয়া থানায় করা হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর