chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হামিদচরে মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে হামিদচরে প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে সারওয়ার করিম নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযানে সহায়তা করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হামিদচরে ৭৩ দশমিক ৪২ একর সরকারি জমিতে মিনি সেক্রেটারিয়েট বা সমন্বিত অফিস ভবন নির্মানের প্রস্তাব রয়েছে। এ জমি থেকে মাটি বা বালু উত্তোলন কিংবা যে কোনো ধরনের অনুপ্রবেশ কঠোরভাবে দমন করা হবে।

 

আরকে/ চখ