chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙামাটির যে দুই স্কুলে শতভাগ পাস

সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল, কাপ্তাই

নিলা চাকমা( রাঙামাটি প্রতিনিধি)  

আজ সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারে পাসের হার গতবছরের ৮২দশমিক ৮৭শংতাংশ। যা গত বছরের তুলনায় সামান্য বেশি। এবারে রাঙামাটির রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল,কাপ্তাই শতভাগ পাসের সফলতা দেখিয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল,কাপ্তাই

১৯৭৭ সালে মাত্র ৬০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল, কাপ্তাই। সে সময় থেকে পিএসসি, জেএসসি, এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে স্কুলটি। এবারেও ব্যতিক্রম হয়নি। সর্বোচ্চ জিপিএ- ৫ এবং শতভাগ পাস নিয়ে রাঙামাটির শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এবারে
সর্ব মোট ৯৭ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। জিপিএ- ৫=৫৬জন, জিপিএ -৪= ৩৯জন এবং জিপিএ- ৩.৫০ = ১জন।
এছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক এবং স্কাউটিং এ সফলতা অর্জন করে আসছে।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ

শতভাগ পাসের খাতায় এবারে নাম লিখেছে বাংলাদেশ সেনা বাহিনী ২০৩ পদাতিক ডিভিশনের কর্তৃক পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে প্রতিবছর ভালো ফলাফল অর্জন করে আসছে। এবারে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ – ৫= ২২জন, জিপিএ – ৪= ৫৭ জন, জিপিএ- ৩.৫০= ১১ জন।
এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলায় ভাল ফলাফলে এগিয়ে আছে – রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় পাসের হার ৯৬.৮৯%, জিপিএ- ৫= ২১জন।
শাহবহুমুখী উচ্চ বিদালয়= পাসের হার ৯৫.১৯%, জিপিএ- ৫= ১জন।
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়= পাসের হার ৯২.১২%, জিপিএ-৫= ২২জন।

উল্লেখ্য, গতবছর চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার ছিলো ৭৮ দশমিক ১১ শতাংশ। এবার তা ৬ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৭৫ শতাংশ হয়েছে। এছাড়া, যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.১০, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। কুমিল্লা ৮৫.২২, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন। ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৮০.৩১, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন। বরিশাল বোর্ড পাশের হার ৭৯.৭০, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩। সিলেট বোর্ড পাশের হার ৭৮.৭৯ , জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন। দিনাজপুর বোর্ডে বোর্ড পাশের হার ৮২.৭৩ , জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন।

এই বিভাগের আরও খবর