chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ক্যানসারে অভিনেত্রী কার্স্টি অ্যালির মৃত্যু

মারা গেছেন মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন ‘চিয়ার্স’ খ্যাত অভিনেত্রী। সূত্র: বিবিসি, স্কাই নিউজ।

চার দশক ধরে সিনেমা, টিভি সিরিজে অভিনয় করেছেন অ্যালে। আশির দশকের শেষ দিকে এনবিসি টিভির আলোচিত কমেডি সিরিজ ‘চিয়ার্স’-এর মূল চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। এতে বারের ব্যবস্থাপক রেবেকা চরিত্রে অভিনয় করেন অ্যালে। এতে অনবদ্য অভিনয়ের সুবাদে ১৯৯১ সালে এমি পুরস্কার পান তিনি।

এরপর ১৯৯৪ সালে ‘ডেভিডস মাদার’ নামে আরেক সিরিজের প্রধান চরিত্রের জন্য এমি পুরস্কার পান তিনি। এতে ডেভিড নামের এক অটিস্টিক শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেন অ্যালে। এনবিসির আরেক সিরিজ ‘ভারনিকাস ক্লোসেট’-এ অভিনয় করেও আলোচিত হন তিনি।

অ্যালের জন্ম ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের কানসাসের এক শহরে। সেখানে রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন তিনি। কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। এর মধ্যে কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন। আসক্তি থেকে মুক্তি পেতে লস অ্যাঞ্জেলেসের একটি পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হয়েছিলেন।