chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাজি ধরে গরম চা খেয়ে প্রাণ হারাল রোহিঙ্গা যুবক

তিন বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় কথায় কথায় একটি বাজি হয়ে যায়। আর বাজিতে গরম চা পান করতে গিয়ে গলা পুড়ে প্রাণ হারায় এক রোহিঙ্গা যুবক।

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মোস্তাফা। বয়স ২৪ বছর। সে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও দীর্ঘদিন ধরে ঈদগাঁও এলাকায় স্থানীয়দের বাড়িতে দিনমজুরের কাজ করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি গোলাম কবির। তিনি জানান, বন্ধুদের সঙ্গে বাজি ধরে চা খেতে গিয়ে এক রোহিঙ্গা যুবকের গলা পুড়ে যায়।

বন্ধুরা কোল্ড ড্রিংক ও আইসক্রিম খাইয়ে তার গলার জ্বালাপোড়া কমানোর চেষ্টা করেন। এতে তার অবস্থা আরো অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর