chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হঠাৎ করেই কারখানা বন্ধ, সড়কে বিক্ষোভ শ্রমিকদের

পাঁচ মাস বেতন বকেয়া রেখে নোটিশ না দিয়ে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষকে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে নগরের শাহ আমানত সংলগ্ন ডিপ এপারলেস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়. নগরের বাকলিয়ার থানা এলাকায় নতুন ব্রিজ এলাকায় ডিপ এপারলেস নামে কারখানাটিতে ছয়শোর অধিক শ্রমিক কাজ করে। তাদের পাঁচ মাসের বেতন পাননি। কিন্তু সকালে শ্রমিকরা কারখানার বন্ধের খবর পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের এএসপি মো, সেলিম নেওয়াজ বলেন, কারখানার বন্ধের খবর পেয়ে শ্রমিকরা সড়কে নেমে এসছে। তারা বেতন বকেয়া রয়েছে বলে জানিয়েছে। আমরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করছি। শ্রমিকদের শান্ত থাকার জন্য বলা হয়েছে।

আরকে/মআ/চখ

এই বিভাগের আরও খবর