chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাংবাদিকসহ ৩৬ জনকে কামড়ে জখম করলো কুকুর!

পাগলা কুকুর নিয়ে এলাকায় আতঙ্ক শুরু হয়েছে। ইতোমধ্যে সাংবাদিকসহ ৩৬ জনকে জখম করেছে কুকুরগুলো। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায়।

শুক্রবার(৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৩০ জন কুকুরে কামড়ানো রোগীকে চিকিৎসা নিতে দেখা গেছে।

আহতরা জানান, ৩টি কুকুর দল বেধে একসঙ্গে ঘুরছে। তারা হঠাৎ পেছন থেকে এসে মুখে, হাতে, পায়ে কামড়ে দিচ্ছে।

হাসপাতালের রেজিস্টার অনুযায়ী আক্রান্তরা অধিকাংশই পৌর এলাকার বাসিন্দা।

এদিকে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগে কুকুরে কামড়ানোর ভ্যাকসিন র্যাবিক্স-ভিসি সরবরাহ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। তারা স্থানীয় ওষুধের দোকান থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সংবাদকর্মী মোমিনুর রহমান মন্টু জানান, সন্ধ্যার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর রেলগেট এলাকায় হঠাৎ একটি লাল রঙের কুকুর ক্ষেপে গিয়ে পথচারীদের কামড়ানো শুরু করে। এ সময় একে একে ১৮ জনকে কামড়ে জখম করে। এরপর একই কুকুর শহরের নতুন বাজারে পৌঁছে ১৫ জনকে কামড় দেয়। একই সময় শহরের জনতার মোড়ে অপর একটি কালো রঙের কুকুর হঠাৎ ক্ষেপে গিয়ে ৩ জনকে কামড়ে জখম করে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফরিন জাহান বৃষ্টি বলেন, ‘হাসপাতালে র্যাবিক্স-ভিসি ভ্যাকসিন সংকট থাকায় আহতদের বাইরের দোকান থেকে সংগ্রহ করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

এই বিভাগের আরও খবর