chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বায়েজিদে পাহাড় কাটায় অভিযুক্ত বাবা-ছেলে,আটক এক

নগরের বায়েজিদে পাহাড় কাটার অভিযোগে বাবা-ছেলের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেন অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ মতিন।মামলায় অভিযুক্তরা হলেন- মো. আবদুল হক ও তার ছেলে মো. মুজিবুল হক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড়ের বাংলাবাজার এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ ছিল।

বুধবার সরেজমিনে এলাকাটি পরিদর্শনে গেলে ৫-৬ জন শ্রমিককে পাহাড় কাটতে দেখা যায়। ওই সময় পরিবেশ অধিদফতর ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও মুজিবুল হককে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে বাবার নির্দেশে পাহাড় কাটার কথা জানান তিনি। এ ঘটনায় বাবা-ছেলের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর