chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিত্রাং এর প্রভাবে সীতাকুণ্ডে পাহাড় ধসের আশঙ্কা: মাইকিং

সিত্রাং এর প্রভাবে ভারি বর্ষণ শুরু হলে সীতাকুণ্ড পাহাড় ধস হতে পারে। এ আশংকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বার বার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।

উপজেলার বিভিন্ন পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার জন্য সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করছে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সীতাকুণ্ড পাহাড়ের ছোট ছোট টিলায় ও ঢালুতে প্রায় ২০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করে। এরা বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। এখন এদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ডর সোনাইছড়ি ও জঙ্গল সলিমপুর পাহাড় এলাকায় পাহাড়ের আশপাশের ঝুঁকিপূর্ণ বসতবাড়ির জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর