chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো ইস্টার্ন রিফাইনারী

প্রায় ঘণ্টাব্যাপী অভিযানের পর সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারীতে অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে এয়াপোর্ট রোডের ইস্টার্ন রিফাইনারি পাইপলাইনের ফুয়েলিং অগ্নিকাণ্ডের খবর আসে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিফাইনারিতে যেখান থেকে পণ্য ডেলিভারি হয়, এর পাশের  একটি ওয়েলি ওয়াটার বিট ছিল। ওই বিটেই আগুনটা লেগেছে। আমাদের কাছে তথ্য আসার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৮ টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণ আসলেও  আমাদের কিছু কাজ চলছে। এ মুহূর্তে অগ্নিকাণ্ডের নিশ্চিত হওয়া যায়নি।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর