chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তপন-শামসুলের নেতৃত্বে এগোবে সিইউজ

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের মো. শামসুল ইসলাম।

সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ নির্বাচনে ৩৭৪ জন সদস্য ভোট দেন। রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোয়াজ্জেমুল হক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক পূর্বকোণের মোহাম্মদ আলী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক অবজারভারের মোস্তাক আহমদ। একই পদে অন্য দুই প্রার্থী ছিলেন একাত্তর টিভির মাঈনুদ্দীন দুলাল (৭০ ভোট) এবং সদ্য সাবেক সভাপতি দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নাজিমুদ্দীন শ্যামল (৪০ ভোট)।

সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশের রতন কান্তি দেবাশীষ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন অলোকময় তলাপাত্র।

সহ-সভাপতি পদে গাজী টিভির অনিন্দ্য টিটো ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ১৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন পূর্বকোণের আবসার মাহফুজ। এই পদে তৃতীয় অবস্থানে ছিলেন সি প্লাস টিভির আলমগীর অপু (৫৯ ভোট)।

সাধারণ সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর পত্রিকার ম. শামসুল ইসলাম। ১৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন সদ্য সাবেক সম্পাদক একুশে টিভির হাসান ফেরদৌস।

যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর সবুর শুভ। অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন আজাদীর কাশেম শাহ। সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন ইন্ডিপেন্ডেন্ট টিভির ইফতেখার ফয়সাল। নির্বাহী সদস্য পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনএর মো. মহররম হোসাইন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি-২০২০ এর চেয়ারম্যান জসীম চৌধুরী সবুজ ফলাফল ঘোষনা করেন। কমিটির অপর সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর