chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে টিসিবির বোতলজাত তেল অবৈধভাবে মজুদ করাসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১০ অক্টোবর) ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নের কাজিরহাট ও নগরীর মোহরায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃ‌ত্বে দেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ‘ভুজপুর ইউপির কাজিরহাটে বোতলজাত তেল অবৈধভাবে মজুদ করায় বার আউলিয়া বাণিজ্যালয়কে ১ লাখ টাকা, বোতলজাত তেল বেশি দামে বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মোড়কজাত বিধিনিষেধ না মানায় আলহা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় আঞ্জুমান ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর