chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আইসিসি’র মাসসেরা হলেন সিকান্দর রাজা

গতমাসে ঘরের মাটিতে বাংলাদেশকে টি-টিয়েন্টি ও ওয়ানডে সিরিজে হারিয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডেতে সিকান্দার রাজার টানা দুটি সেঞ্চুরি হাঁকান। এরপর ভারতের বিপক্ষেও শতক হাঁকান রাজা।  এই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন রাজা।

জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে জিতলেন আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার।

 

ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছেন রাজা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি যখন ক্রিজে নামেন দলের রান ছিল ৩ উইকেটে ৬৩। সেখান থেকে অনবদ্য এক সেঞ্চুরিতে ৩০৪ রানের বড় টার্গেট তাড়া করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

দ্বিতীয় ওয়ানডেতেও দলকে জিতিয়ে ফেরেন রাজা। ২৯১ রানের লক্ষ্যে তিনি খেলেন ১১৭ রানের অপরাজিত ইনিংস। বল হাতে নেন ৩ উইকেট। টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজ ঘরে তোলে জিম্বাবুয়ে। এরপর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সেঞ্চুরি উপহার দেন রাজা। খেলেন ১১৫ রানের দারুণ ইনিংস।