chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে দেড় হাজার ফলদ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা পাহাড়ে বিভিন্ন প্রজাতির দেড় হাজার ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ আগস্ট) সকালে বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা এ দৃশ্য দেখতে পান।

বাগানের মালিক শওকত হোসেন এ ঘটনায় বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরী করেছেন।

তিনি জানান, শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বাগান ছুটে যায়। কে বা কারা আমার বাগানের লেবু, আমসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় হাজার গাছ ও চারা কেটে বিনস্ট করে দিয়েছে।

পাহাড়ে আমার ও আমার এক আত্মীয়ের খরিদা জায়গায় অনেক শ্রম এবং অর্থ বিনিয়োগ করে এ বাগান গড়ে ছিলাম। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। তিনিও ভাবনায় পড়েছেন এসব গাছ কাটলো কে?

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে জানালেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর