chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিন কাট্টলীতে মমতা’র আরবান প্রকল্পের সভা

ডেস্ক নিউজঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতা’র পরিচালনাধীন আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ড প্রাইমারী হেলথ কেয়ার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয় সভা  ১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ছে।

সভায় সভাপতিত্ব করেন ১১নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল। সমন্বয় সভায় উক্ত ওয়ার্ডের কর্মএলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানসহ সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিতকরণ আলোচনায় ওয়ার্ড কাউন্সিলর অংশগ্রহণ করেন।

এসময় তিনি এলাকার প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্খিত স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে মমতা’র আরবান প্রকল্পের চলমান কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে পরামর্শ ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় মমতার আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের ম্যানেজার, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইহ/চখ