chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টুঙ্গিপাড়া যাচ্ছেন ১১ অতিরিক্ত বিচারক

ডেস্ক নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার (৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি।

বুধবার (৩ আগস্ট) হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, বিচারপতিরা আগামী ৫ আগস্ট সকাল ৮টা ৩০মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িতে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে পৌঁছবেন। দুপুর ১২টায় বিচারপতিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। তারা দুপুর ২টায় গোপালগঞ্জের সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে বিকেল সাড়ে তিনটায় একই পথে ঢাকায় ফিরবেন।

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় সরকার। ওইদিনই তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারকরা হলেন মো. শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আমিনুল ইসলাম, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এস এম মাসুদ হোসেন দোলন ও এ কে এম রবিউল হাসান।

মআ/চখ

 

 

 

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর