chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে করোনায় মারা গেলেন বৃদ্ধা

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার ( ১১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া আমেনা বেগম (৬৫) কর্ণফলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের কর্ণফুলী ডকইয়ার্ড এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব।

তিনি জানান, আজ সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে বেশকিছু দিন চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৭ এপ্রিল) হাসপাতাল থেকে বাড়ি ফিরেন। এরপর সোমবার ( ২৮ এপ্রিল) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।

এদিকে আজ সোমবার বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৬৮ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

এই বিভাগের আরও খবর