chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদে ঈদ জামাতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। প্রথম জামাতে মুসল্লিদের ঢল নামে।

রবিবার(১০জুলাই) নামাজ শুরু আগেই পেয়ে শত শত মুসল্লি সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান।

পর্যায়ক্রমে আরও চারটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

দ্বিতীয় জামাত শুরু সকাল ৮টায়। এতে ইমামতির দায়িত্ব দেয়া হয়েছ পেশ ইমাম মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে। সকাল ৯টায় শুরু হবে তৃতীয় জামাত। বায়তুল মোকাররমের পেশ ইমাম এহসানুল হক এই নামাজে ইমামতি করবেন। সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। যেখানে ইমামতি করবেন ড. আবু সালেহ পাটোয়ারী।

আর পঞ্চম ও সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১১টায়। এই নামাজের ইমামের দায়িত্ব দেয়া হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহীউদ্দিন কাসেমকে।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর