chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিবন্ধন ছাড়া আড়ংয়ে ঢুকা যাবে না

রোববার (১০ মে) থেকে ভিন্ন আঙ্গিকে খুলছে আড়ংয়ের আউটলেট। তবে সবগুলো খুলছে ন, ২১টির মধ্যে ১৭টি খুলছে।

তবে যে কেউ যখন-তখন ইচ্ছে করলেই এই আউটলেটগুলোতে কেনাকাটার জন্য প্রবেশ করতে পারবেন না। অনলাইনে নিবন্ধন করে প্রবেশ করতে হবে।

আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম জানান, ক্রেতার স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং ঝামেলামুক্ত কেনাকাটার স্বার্থে দেশে প্রথমবারের মতো বিপণীকেন্দ্রে আসার আগে অনলাইন বুকিং চালু করছে আড়ং।

‘এই কঠিন সময়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ক্রেতারা যাতে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা সারতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

‘আমাদের আউটলেটগুলো থেকে কেনাকাটা করতে হলে আড়ংয়ের ওয়েবসাইট অথবা ফেইসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টেশন সম্পন্ন হলে একটি প্রবেশপত্র পাওয়া যাবে। সেটি দিয়ে আউটলেটে ঢুকতে হবে।’

শনিবার বেলা সোয়া ১১টায় ডিজিটাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ। সঞ্চালনা করবেন ব্র্যাকের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ প্রোগ্রামের ডিরেক্টর মৌটুসী কবীর।

আশরাফুল আলম বলেন, প্রবেশের সময় প্রত্যেক গ্রাহকের শরীরের তাপমাত্রা মাপা হবে। কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে তাকে ওই আউটলেটে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রত্যেক গ্রাহকের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। প্রত্যেক গ্রাহকের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আড়ং থেকে করা হবে। গ্রাহকরা যখন ভেতরে প্রবেশ করবেন তখন পরস্পর থেকে কমপক্ষে তিন ফিট দূরত্বে থাকা বাধ্যতামূলক করে গোল চিহ্ন করে দেওয়া হবে। আড়ংয়ের প্রত্যেক কর্মচারীকেও সর্বোচ্চ সর্তকতা মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। তাদের প্রত্যেককে বাসা থেকে নিয়ে আসার ব্যবস্থা থাকছে।