chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি

অবশেষে প্রধানমন্ত্রী নিয়ে ইরাকে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হলো। স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দেশটির পার্লামেন্ট নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মোস্তফা আল কাজেমি।

গত বছরের ২৯ নভেম্বর আদিল আব্দুল মাহদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করায় দেশটিতে অচলাবস্থার তৈরি হয়। এর পর কয়েক দফা প্রধানমন্ত্রী তথা মন্ত্রিসভা নির্বাচনের চেষ্টা হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে তা বার বার পিছিয়ে গেছে। এর আগে কয়েকজনকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেয়া হয়, কিন্তু পার্লামেন্টের আস্থাভোটে তারা টিকতে পারেননি।

সর্বশেষ গত ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পান। এর পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেন তিনি। এর পর সংসদে মন্ত্রীদের তালিকা উত্থাপন করেন কাজেমি।

জানা গেছে, গতকাল রাতে সংসদ অধিবেশনে ৩২৯ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৩৩ জন সংসদ সদস্য মোস্তফা কাজেমির প্রস্তাবিত মন্ত্রিসভাকে ভোট দেন।