chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভোক্তা অধিদফতের অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নগরের ৭ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) খুলশি, বন্দর ও ইপিজেড থানায় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক হাসানুজ্জামান চট্টলার খবরকে জানান, মেয়াদোত্তীর্ণ দুধ রাখায় বাঘগোনা বাজারের সেলিম স্টোরকে ৫ হাজার, মেয়াদ বিহীন কাটা ঔষধ রাখায় হাইলেভেল রোডের লাইফ কেয়ার মেডিসিন সেন্টারকে ৫ হাজার, ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোঁরাকে মূল্য তালিকার চেয়ে বেশি দামে খাদ্য বিক্রয় করায় ১০ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় বন্দর মেইন মার্কেটের বাহার সওদাগরের দোকানে ১ হাজার, তাজু সওদাগরের দোকানে ১ হাজার, ইউসুফ সওদাগরকে ২ হাজার, ইপিজেড বাজারের পাইকারি বিক্রেতা আল জিলানী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএইচকে/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর