chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সরকারকে বেকাদায় ফেলতে এক এগারো কুশীলবরা সক্রিয়

নিজস্ব প্রতিবেদক: অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে সরকারকে বেকাদায় ফেলতে এক এগারো কুশীলবরা পরিকল্পিতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানালেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে ব্যর্থ প্রমাণ করাতে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। কিছু কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের ভূমিকা নিয়ে হাজির হয়েছে। আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা অধীনে অনুষ্ঠিত হবেও বলেও জানান তিনি।

সোমবার (৩০ মে) দুপুর ১২ টায় নগরীর পাঁচলাইশের দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের উদ্বোধনী বক্তব্যে পরশ এসব কথা বলেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক সরকারকে বেকাদায় ফেলতে এক শ্রেণির সুশীল সমাজরা বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা চাইছেন নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য। অসংবিধানিক পন্থায় একটি সরকারের কাছে ক্ষমতা দিয়ে নিজেরা সুবিধা আদায় করতেন। বর্তমানে যুব সমাজ এত বোকা নয়। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সততা, নিষ্ঠার মাধ্যমে নিজের কার্যক্রম তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর চেয়ে বড় নিরপেক্ষ কে আছেন? প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর  ব্যতিক্রম মানুষ মানবে না।

মহানগর যুবলীগের আহ্বয়ক ফরদি উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দী, সিডিএর চেয়ারম্যান জহিরুল দোভাষসহ প্রমুখ উপস্থিত আছেন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর