chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত কমে ২৮

জাতীয় ডেস্ক : সারাদেশে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজও নতুন করে কেউ মারা যায়নি। ফলর আগের দিনের মতোই দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩০ জনে অপরিবর্তিত থাকলো।

তবে আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা সামান্য কমেছে। এসময়ে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিলো ৩০। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর