chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কালুরঘাট সেতুর জং ধরা লোহায় লাগানো হচ্ছে রং

সচিব আসবেন

চট্টলা ডেস্ক : আগামীকাল শুক্রবার (২৭ মে) চট্টগ্রাম আসছেন রেল পথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর। পরিদর্শণ করবেন কালুরঘাট সেতু

আর তাই তাড়াহুড়ো করে মেয়াদউত্তীর্ণ কালুরঘাট সেতুর জং ধরা লোহার নিরাপত্তা বেষ্টনীতে রং লাগাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সাথে নড়বড়ে এই সেতুর পচে যাওয়া নিরাপত্তা স্লিপারগুলো সরু তার দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে।কালুরঘাট সেতু, জং, লোহা

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিদর্শক (সেতু) শামসুল ইসলাম জানান, শুক্রবার সচিব মহোদয় আসার কথা রয়েছে। সেতুতে রং ও স্লিপার তার দিয়ে বাঁধার বিষয়ে তিনি বলেন, এটি স্থায়ী কিছু নয়। সেতু সংস্কারের জন্য বৃহৎ পরিকল্পনার নেওয়া হচ্ছে। এ জন্য রেলপথ মন্ত্রণালয় কাজ করছে।

চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ট্রেন এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। একই সাথে দক্ষিণ চট্টগ্রামের যানবাহন একমুখী কালুঘাট সেতু দিয়ে পারাপার করতে হয়। এতে শ্রমঘণ্টা নষ্টের পাশাপাশি যানজটের ভোগান্তিসহ নানান বিড়ম্বনায় ভুগতে হচ্ছে যাত্রীসাধারণকে।

এ সেতুটি মেয়াদউর্ত্তীণ ও ঝুঁকিপূর্ণ পড়ায় নতুন সড়ক কাম রেল সেতুর দাবি জানায় চট্টগ্রামবাসী। দাবির প্রেক্ষিতে নতুন সেতু নির্মাণের কাজ প্রক্রিয়াধীন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ সেতু নির্মাণের আগেই কালুরঘাট সেতু দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রেল চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ মহাযজ্ঞ বাস্তবায়নে দ্রুত কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গত ২৩ মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেল ভবনে বঙ্গবন্ধু রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তি সই অনুষ্ঠানে জানিয়েছেন ‘আগামী বছরের জুন মাসেই ঢাকা থেকে সাগরকন্যা কক্সবাজারে যাত্রীরা ট্রেনে করে যেতে পারবেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর