chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাংসের ওজনে কম/অননুমোদিত ওষুধ রাখায় ২ জনের অর্থদণ্ড

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা ও ছোট কুমিরা বাজারে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে বড় কুমিরায় লিভার্টি মেডিকো নামে একটি ফার্মেসিতে লাইসেন্সবিহীন ও অননুমোদিত কোম্পানির ওষুধ রেখে বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া একই দিন উপজেলার ছোট কুমিরায় পৃথক অভিযানে নুর নবীর মালিকানাধীন মাংসের দোকানে ওজনে কম দেওয়ায় ওজন ও পরিমাপ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে পৃথক এসব অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।

তিনি বলেন, লাইসেন্সবিহীন ও অননুমোদিত কোম্পানির মৎস্য, গবাদি পশু ও পোল্ট্রির ওষুধ বিক্রি করার অপরাধে মৎস্য ও প্রাণী সম্পদ আইনে লিবার্টি মেডিকোকে ১০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ায় নুর নবী নামে এক মাংস ব্যবসায়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিমের সাথে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর