chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: কথা কাটাকাটির জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেইটে এ উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি জানাজানির পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় গ্রুপের এক কর্মীর মোটরসাইকেলের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের কিছু অংশ ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে ওই ছাত্রলীগ কর্মীর সঙ্গে সিএনজি চালকের কথা কাটাকাটি শুরু হয়। পরে বিজয় গ্রুপের পাঁচ কর্মী বিষয়টি সমাধান করতে সেখানে যায়। এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের মারধর করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ডুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরকে/চখ

এই বিভাগের আরও খবর