chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুক পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

ডেস্ক নিউজ: স্মার্টফোনে যখন তখন বিভিন্ন অ্যাপ ইনস্টল করছেন। স্মার্টফোনে প্রবেশের জন্য নিয়মিত সুরক্ষার ফাঁক খুঁজতে থাকে হ্যাকাররা। সম্প্রতি এক নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা। তবে শুধু ব্যক্তিগত তথ্য নয়, চুরি করছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও।

আপনার অজান্তেই এ কাজগুলো করছে হ্যাকাররা। সম্প্রতি ২০০টিরও বেশি অ্যাপের মধ্যে স্পাইওয়্যারের হদিশ পেয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে কিছু অ্যাপ ১ লাখেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে।

সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামে একটি সাইবার সিকিউরিটি অ্যাপ এই স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ করেছে। দেখে নিন সেগুলো। আপনার ফোনে এর মধ্যে যে কোনো অ্যাপ ইনস্টল থাকলে তা এখনই ডিলিট করুন।

১. ডেইলি ফিটনেস ওএল।

২.প্যানোরমা ক্যামেরা।

৩. বিজনেস মেটা ম্যানেজার

৪. সোয়াম ফটো।

৫. এনজয় ফটো এডিটর।

৬. ক্রিপ্টোমিনিং ফার্ম ইওর কয়েন।

৭. ফটো গেমিং পাজেল।

সূত্র: গ্যাজটস নাও

মআ/চখ

এই বিভাগের আরও খবর