chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লায়ন্স ক্লাবের কর্মসূচি ঘোষণা

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৫তম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে সংস্থাটি। বুধবার (১৮ মে) সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হয়।

এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪টায় জিইসি কনভেনশন সেন্টার থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। এরপর আগামী ২০-২২ মে টাইগারপাসের নেভি কনভেনশন হলে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫- বি৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ বলেন, ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরে মেলভিন জোন্সের উদ্যোগে অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। বিশ্বে ১৪ লাখের বেশি লায়ন বিশ্বের কোথাও না কোথাও মানবকল্যাণে কাজ করছেন। ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব চিটাগাংয়ের মাধ্যমে দেশে লায়নিজমের সূচনা। জেলা ৩১৫-বি৪ ৮৪টি ক্লাবের মাধ্যমে প্রায় আড়াই হাজার লায়ন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির আহ্বায়ক লায়ন মো. শাহেদুল ইসলাম। বক্তব্য দেন কমিটির সদস্যসচিব, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, ট্রেজারার নিশাত ইমরান। উপস্থিত ছিলেন আইপিডিজি ডা. সুকান্ত ভট্টাচার্য, প্রথম ভিডিজি শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, দ্বিতীয় ভিডিজি এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কনভেনশন চেয়ারম্যান অশেষ কুমার উকিল, সেক্রেটারি ইমতিয়াজুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিঞা প্রমুখ।